=বাংলা চলচ্চি’ত্রের দাপুটে অভি’নেতা ছিলেন রা’জীব। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন ২০০৪ সালে। ছেলের মৃ’ত্যুর প্রায় ষোল বছর পর মারা গেলেন মা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটে পটুয়াখালি নিজের বাড়িতে শেষ নি’শ্বাঃস ত্যাগ করেন অভি’নেতা রা’জীবের মা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনতি কারণেই মৃ’ত্যু হয়েছে তাঁর।
খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
=তিনি জানান, সর্বজন শ্রদ্ধেয় অভি’নেতা রা’জীব ভাইয়ের মা নিজের বাড়ি পটুয়াখালিতে মা’রা গেছেন। এদিন আছরবাদ তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
=চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজের সাক্ষর রেখে যান পটুয়াখালির সন্তান রাজীব। চারবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয় ক্যারিয়ারে খল অভিনেতা হিসেবে সাফল্য পান তিনি।