আলহামদুলিল্লাহ অভিনয় জগত ছাড়লেন সুজানা – ইসলাম ধর্মের জন্য
===============================
ঝলমলে দুনিয়ায় ১৬ বছর ধরে অসংখ্য
- বিজ্ঞাপন,
2. মিউজিক ভিডিও,
3. নাটকে
সুনামের সঙ্গে কাজ করছেন সুজানা জাফর।
ক্যারিয়ারের এ সময়ে এসে জনপ্রিয় এ মডেল অভিনেত্রী মিডিয়াকে ‘গুডবাই’ বললেন! ধর্মের জন্যই নাকি অভিনয় জগত ছাড়লেন তিনি।
২০১৮ সালের নভেম্বরে ওমরাহ হজ পালন করেন সুজানা।
গত তিন মাস হোম কোয়ারেন্টাইনে থেকে নিয়মিত কোরআন, হাদিস পড়েছেন।
আর ধীরে ধীরে নাকি বদলে গেছে তার মন। এমনটাই জানান তিনি।

সুজানা বলেন,
‘গত ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি যে শান্তি পেয়েছি, তা আগে কখনই পাইনি।
আমার মন থেকে মিডিয়ায় কাজের ইচ্ছে নষ্ট হয়ে গেছে। তাই আমি মিডিয়াতে আর কাজ করবো না।’
উল্লেখ্য,
২০০১ সালে মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুজানা জাফর।
২০০৩ সালে তিনি লাক্স ফটোসুন্দরী খেতাব পান।
এরপর অনেক বিজ্ঞাপন,
মিউজিক ভিডিও,
নাটকে তার দেখা মিলেছে।
গত ৩ বছর ধরে মিডিয়াতে অনিয়মিত সুজানা।
বর্তমানে বুটিক্স ব্যবসা করছেন।
বন্ধুরা আমরা প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন নতুন আপডেট নিউজ গুলি দিয়ে থাকি আপনার যদি নিত্য নতুন আপডেট নিউজ পেতে চান আমাদের এই ওয়েবসাইটের। তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটের লাল বেল বাটন বাটনটিতে ক্লিক করে রাখুন
BANGLA NEWS,
BD NEWS,
BD UPDATE NEWS,
BRAKING NEWS,
নিউজ আপডেট,
বাংলা নিউজ,
বিডি আপডেট নিউজ,
বিডি নিউজ,
ব্রেকিং নিউজ,