খাটের নিচে তেলের খনি- খাটের ভেতর থেকে টিসিবির ১২৩৮ লিটার তেল
রংপুরের প্রতিনিধি বলেছেন রংপুরে মোহাম্মদ হানিফ নামে এক ব্যবসায়ীর বাসায় বক্স খাটের ভিতর লুকিয়ে রেখেছিলেন টিসিবির ২৩৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। যেগুলোর আনুমানিক মূল্য সোয়া এক লাখ টাকার মত, আটক করেছেন দুইজনকে।
বুধবার দিবাগত রাত দশটার দিকে নগরীর মধ্যে পার্বতীপুর ১৭ নম্বর ওয়ার্ডের বাসা তল্লাশি করে এসব জব্দ করা হয়েছে, আটক দুজন হলেন বাসার মালিক হানিফ মিয়া ও লালমিয়া।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন, জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে রাতে নগরীর ১৭ নং ওয়ার্ডের মধ্যে পার্বতীপুর ঈদগাহ মাঠ সংলগ্ন হানিফ মিয়ার বাসায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ বক্স খাটের নিচ থেকে বের করে ৩৩৮ লিটার তেল,

জব্দ করা হয়। জব্দ করা তেলের মধ্যে দুই লিটারের ২৫৯টি এবং পাঁচ লিটারের ১৪৪টি বোতল ছিল।
অবৈধভাবে বেশি লাভের জন্য টিসিবির ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে ক্রয় করে মজুত করে রাখা হয়েছিল। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
#খাটের_নিচে_তেলের_খনি #খাটের_ভেতর_থেকে #টিসিবির_১২৩৮_লিটার_তেল
খাটের নিচে তেলের খনি, খাটের ভেতর থেকে টিসিবির ১২৩৮ লিটার তেল,