ফল বিক্রেতার মেয়ে তাইরিনার পড়ালেখার দায়িত্ব নিলেন মুশফিক
– ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৭ নম্বর পাওয়া
স্পোর্টস ডেস্ক : আরেকবার মানবিকতার পরিচয় দিলেন বাংলদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
নিজ শহর বগুড়া থেকে এবারের এসএসসি পরীক্ষায় রেকর্ড ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৭ নম্বর পাওয়া ফল বিক্রেতার মেয়ে তাইরিনা সাবরিন তোরার পড়ালেখার সব দায়িত্ব নিয়েছেন বগুড়ার সন্তান টাইগারদের সাবেক এই অধিনায়ক।
মুশফিকের পক্ষ থেকে শনিবার তোরার হাতে বই, পোশাক ও ভর্তির খরচের টাকা তুলে দেন চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎস পরিষদ (স্বাচিব) বগুড়া জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজকর্মী ডা.শামির হোসেন মিশু ও মিতুর সহপাঠী স্বেচ্ছাসেবী মাসুদুর রহমান বাপ্পী।
দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (ভিএম) এই অর্থ প্রদান করা হয়। এ সময় তাইরিন সাবরিনা তোরার স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন এবং তোরা বাবা তোয়ায়েল আহম্মেদ ও মা শামিমা আহম্মেদ উপস্থিত ছিলেন
বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিকের ঘনিষ্ঠ বন্ধু মাসুদুর রহমান বাপ্পী।

বন্ধুরা আমরা প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন নতুন আপডেট নিউজ গুলি দিয়ে থাকি আপনার যদি নিত্য নতুন আপডেট নিউজ পেতে চান আমাদের এই ওয়েবসাইটের। তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটের লাল বেল বাটন বাটনটিতে ক্লিক করে রাখুন
BANGLA NEWS,
BD NEWS,
BD UPDATE NEWS,
BRAKING NEWS,
নিউজ আপডেট,
বাংলা নিউজ,
বিডি আপডেট নিউজ,
বিডি নিউজ,
ব্রেকিং নিউজ,