বাংলাদেশের করোনার মূল টার্গেট যারা – বাংলাদেশের জন্য দুঃসংবাদ।
================================================
করোনা আপডেট নিউজ – বাংলাদেশের করোনার বর্তমান অবস্থা
বাংলাদেশ করোনার বর্তমান অবস্থা আর সামনে কি হতে পারে, এর দ্বারা কারা কারা আক্রান্ত হতে পারে, এবং কোন বয়সের মানুষেরা বাংলাদেশ করুণার টার্গেটেট তা নিয়ে কথা বলব।
তার আগে বলবো সবাইকে সরকারি নিয়ম কানুন অবশ্যই মেনে চলতে হবে। ঘরের বাইরে বিনা কারণে যাওয়া যাবে না, সবাই ঘরে থাকুন পরিস্কার পরিচ্ছন্ন থাকুন।

মূল টার্গেট যারা
==================================
দেশে গতকাল পর্যন্ত মোট ৩৩০ জন করোনারোগী শনাক্ত হয়েছে। এবং মোট মা …. গেছে ২১ জন। জানা যায়, নতুন আক্রান্ত রোগীর মধ্যে পুরুষ ৭০, এবং মহিলা ৪২ জন।
নতুন সংক্রমিত হওয়া রোগীর মধ্যে পুরুষের সংখ্যা দুই তৃতীয়াংশ। আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে রয়েছে তিনজন। ১১-২০ এর মধ্যে রয়েছেন ৯ জন। ২১-৩০ এর মধ্যে রয়েছেন ২৫ জন। ৩১-৪০ এর মধ্যে রয়েছেন ২৪ জন। ৪১-৫০ এর মধ্যে রয়েছেন ১৭ জন। ৫১-৬০ বছরের মধ্যে রয়েছেন ২৩ জন।
ষাটোর্ধ্ব রয়েছেন ১১ জন। গত ২৪ ঘন্টায় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সবেচয়ে বড় অংশটি ঢাকায়, মোট ৬২জন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে নারায়নগঞ্জে, মোট ১৩ জন।
বাংলাদেশের তরুনরাই মূল টার্গেট:
=================================
করোনা মূল টার্গেট বাংলাদেশে এখন তরুনরাই। গত ২৪ ঘন্টায় দেশে ১১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এর মধ্যে ৬৬ জনের বয়স ২০ থেকে ৫০ এর মধ্যে। আর ৬১ জনেরই বয়স ৪০ এর নীচে। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ১১২ জন আ,ক্রান্তের মধ্যে ১০ বছরের নিচে ৩ জন, ১০ থেকে ২০ বছর বয়সী ৯ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২৫জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৩ জন এবং ষাটোর্ধ্ব ১১ জন।
সবশেষে বলা যায় :
===================
সকালে ঘরের মধ্যে থাকবেন কেউ ঘর থেকে বের হবেন না ঘর থেকে যদি কোন কারণে বের হতে হয় তাহলে কাজ শেষ করে সাথে সাথে ঘরে ফিরে আসবে এবং কোন কিছু কেনাকাটা করতে গেলে বা দোকানে গেলে একজন থেকে আরেকজনে নিম্নে তিন থেকে সাড়ে তিন দূরত্ব বজায় রাখবেন।
কোন রকমের শর্দি কাশি বা কোন কোন লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন অথবা হট নাম্বারগুলোতে যোগাযোগ করুন যেখান থেকে আপনাদের 24 ঘন্টা সেভাবে দিচ্ছে।
#BANGLADESH, #CORONA, #VIRUSCORONA, #BANGLADESHCORONA, #NEWSCORONA, #TODAY, #NEWSCORONA, #UPDATE, #NEWSCORONA, #VIRUSCOVIDE, #19NHTECHZOONTODAY, #CORONA , #VIRUSTODAY, #NEWSকরোনা #ভাইরাসবাংলাদেশে #করোনা #ভাইরাস,
বাংলাদেশের করোনার মূল টার্গেট যারা – বাংলাদেশের জন্য দুঃসংবাদ।
চীনের বিজ্ঞানীরা বলেছেন এক টুকরা লেবুতেই ধংস হবে ক রো না, সেয়ার করে সবায়কে জানার সুজুক দিন।
এক টুকরা লেবুতেই ধ্বংস হবে ক*রো না ভা*ইরা স! জানালেন বিজ্ঞানী।
📧 If u have any problem with my video please Contact with me. I wiill delete my video
💌 Mail us for any Query, Collaboration and Business inquiry
✉ business4mail@yahoo.com
#Current_news #Breaking_news
#News_today #Updated_news
#News_today_live #News_live
#Bangladesh