বিশ্ববিদ্যালয় ছা’ত্রী – খালাতো ভাইয়ের সঙ্গে বই আনতে গিয়ে লা’শ হলেন
==============
লকডাউনের মাঝে দীর্ঘদিন ধরে পড়াশোনা বন্ধ ছিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্রী তাহেরা ফাইয়াজ মৌয়ের। শুক্রবার তিনি তার খালাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বই আনতে গিয়েছিলেন মেসে। তবে বই নিয়ে আর ফেরা হল না তার।
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন ওই মেধাবী ছাত্রী মৌ। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। তিনি অর্থনীতি বিভাগের ১৮তম ব্যাচের ছাত্রী ছিলেন।

ঢাকা-দিনাজপুর মহাসড়কের মঙ্গলপুর নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্ত্যব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, দিনাজপুরের সেতাবগঞ্জে তাহেরা ফাইয়াজ মৌয়ের বাসা। শুক্রবার (১২ জুন) সকাল ৯টায় তাহেরা ফাইয়াজ মৌ তার বাসা থেকে তার খালাতো ভাইয়ের সাথে বাইকে করে বিশ্ববিদ্যালয়ে আসেন।
তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসে থাকতেন। করোনার বন্ধে বাসায় থাকার কারণে মেস থেকে প্রয়োজনীয় বই এবং জিনিসপত্র নিয়ে বাসায় ফেরার পথে ঢাকা-দিনাজপুর মহাসড়কের মঙ্গলপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে পড়ে যান মৌ।
এমন সময় আসা অন্য একটি ট্রাকের নিচে পড়ে পিষ্ট হন তিনি। পরে আহত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে নেওয়া হলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
#মেধাবী_ছাত্রী_মৌ
#ঢাকা-দিনাজপুর
#বিশ্ববিদ্যালয়