বিশ্বের অদ্ভুত ও ব্যতিক্রমি ৫টি হোটেল, না দেখলে আপনার বিশ্বাস হবে না , Top 5 strange Hotel,কল্পনাকেও হার মানায় যেই অবিশ্বাস্য হোটেল গুলো,পৃথিবীর সেরা অদ্ভুত ৫টি হোটেল,

বিশ্বের সেরা ৫ অদ্ভুদ হোটেল
Top 5 Unusual Hotels in the World
হোটেল কে সাধারণত আমরা রাত কাটানোর আশ্রয় মনে করি । যেখানে আমরা আরাম করে থাকি, কিন্তু আজকের যুগে এই থিওরি অনেক পুরনো হয়ে গিয়েছে।
আজকাল তাদের নিজ নিজ হোটেল বানাতে চায় যা হবে সবার থেকে একটু আলাদা। থাকবে ভিন্নতা, থাকবে মনোরঞ্জন,
মানুষের চাহিদা অনুযায়ী thisএই হোটেল গুলো তৈরি করা হয়ে থাকে । যাতে তারা খানিকটা সময় পার করতে পারে মনের আনন্দে।
সারাবিশ্বে নিজেদের নাম প্রতিষ্ঠা করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কিছু দেওয়ার জন্য, আরো সুন্দর but কিছু দেওয়ার জন্য যাতে তাদের কাস্টমাররা সন্তুষ্ট থাকেন,
আর নিজেদের সারা দুনিয়ায় পরিচিতি লাভ করেন।
বন্ধুরা আজ আমি আপনাদের এমন কিছু অদ্ভুত এবং and সুন্দর হোটেল সম্পর্কে বলবো, যা দেখলে আপনি চমকে উঠবেন। আর সেখানে একটি রাত থাকার মনোবাসনা ও করবেন ।
দামা ইন্টার রিসোর্স সমুদ্র উপকূলবর্তী অসাধারণ this এই হোটেল। একবার দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার মত। সাগরের মধ্যে একটি ভাসমান কেবিন।
ডুবন্ত এই কামরাটি উপকূল থেকে 250 মিটার দূরে। এখানে আপনি আরামদায়ক কিছু মুহূর্ত কাটাতে পারবেন এবং কি রাতের আকাশে তারা উপলব্ধি করতে পারবেন। তারা গুলো যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকবে।

বিশ্বের সেরা ৫ অদ্ভুদ হোটেল
Top 5 Unusual Hotels in the World
চারদিক থাকবে নির্জন কোলাহলমুক্ত সুন্দরে পরিবেশটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। তাছাড়া ডুবন্ত রুমের বিশাল জানলা দিয়ে আপনি দেখতে পারবেন, so সমুদ্রে বসবাস করত বসবাসরত নানা প্রজাতির মাছ, হাঙ্গর, জেলিফিশ সহ হাজারো মাছ ।
আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন, আর এরকম একটি দৃশ্য জীবনে একবার যে দেখেছে কখনোই সে ভুলতে পারবে না । আপনি যদি এই ডুবন্ত কামরায় থাকতে চান তাহলে আপনাকে গুনতে হবে এক রাতের জন্য 1000 ইউরো।
and, this , but , what, can , do , so ,why , do this, good, bad ,
সাগরতলে উসাইড অন্ড রেসোর্স অসাধারণ হোটেল চুহাত্তর টি কামরা আছে এতে এখানে আমরা সমুদ্রের 15 মিটার গভীরে অবস্থিত।
অন্যগুলো পানির উপরে ভাসমান পাটাতনে অবস্থিত ডুবন্ত সুইচগুলো । 50 বর্গমিটার এর মধ্যে রয়েছে , অতিথিরা যখন তাদের কামড়ায় আরাম করে ,
একটি বিশেষ আলোর সাহায্যে সমুদ্রের পানিতে সকল প্রজাতির মাছ কে জানলার দিকে আকর্ষিত করে এবং জানলা দিয়ে তাদের জীবন পর্যবেক্ষণ করতে পারবেন।
and, this , but , what, can , do , so ,why , do this, good, bad
আকাশছোঁয়া সুইট অসাধারণ হোটেল টিতে তিনটি মাত্র ক্যাপসুলের মত কামরা আছে। পেরিস্কোপ পবিত্র স্থানে অবস্থিত। এটি মাটি থেকে প্রায় 200 মিটার উপরে অবস্থিত ।
এই হোটেলটির নকশা আপনার পায়ের নিচে থাকা ভেন্যুর দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে অবস্থান করা আসলেই এ্যাডভাঞ্চারের মত তাদের।
ক্যাপসুল পর্বতে জটিল পথ পাড়ি দিয়ে আসে।so পতি রাত পতি 270 ডলার, প্রতিটি 8 জন করে থাকতে পারবেন।
উষ্ণ ঝরনার রিসোর্স হোটেলটি অসাধারণ আকৃতির এখানে পানির উপর 27 তলা এবং পানির নিচে দুই তলা। একসাথে মিলিয়ে সম্পূর্ণ ডিম্বাকৃতির সৃষ্টি করেছে। এটা পৃথিবীর ব্যয়বহুল হোটেলের মধ্যে একটি প্রতি রাতের জন্য খরচ পড়বে প্রায় 200 ইউরও।
Top 5 strange Hotel,
মুক্ত পন্দের ঠিকানা হোটেলের কামরাগুলো। দেখতে যেন গাছে ঝুলে থাকা বিশাল বল ।তারমানে আপনার হোটেলের কামরা বাতাসে ঝুলতে থাকবে । এখানে থাকতে হবে প্রতি রাতের জন্য 155 ইউরও।
তো বন্ধুরা এই পাঁচটি হোটেলের মধ্যে আপনাদের কাছে কোন হোটেলটি বেশি ভালো লেগেছে , এবং অদ্ভুত লেগেছে ,আর কোন হোটেল দিতেই বা আপনি এক রাত থাকার ইচ্ছা পোষণ করেছেন। অবশ্য সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আজকের এখানেই রাখছি দেখা হবে আবার নতুন কোন বিষয় নিয়ে। ধন্যবাদ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন,
Top 5 strange Hotel,
#Chayapoth #hotel #bangla #top_5 #most_beautifu_Hotel_in_the_world