মৃত্যুর আগে যা লিখেছিলেন সুশান্ত সিং – জানলে চোখে জল চলে আসবে
জিবনের চলার পথ যে মসৃণ হয় না, তা হয়তো মেনে নিতে না পেরে অকালেই ঝরে পড়লেন বলিউড সুশান্ত সিং রাজপুত। বলিউডে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন।
বেশ কিছু ছবি ব্লকবাস্টার হিট হয়েছিল। অভিনেতা হিসেবে জনপ্রিয় হয়েছিলেন তিনি। নতুনদের ভিড়ে নিজেকে অন্যরকমভাবে চিনিয়েছিলেন সুশান্ত।
তবে এবার নিজের কাছে হেরে গেলেন সুশান্ত। মাত্র ৩৪ বছরে নিজের মুম্বাইয়ের ফ্ল্যাটে মৃত্যু হলো তার। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন তিনি।
তিনি ভাবুক ছিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা লিখতেন সুশান্ত। কখনও কল্পবিজ্ঞান নিয়ে লিখতেন তিনি, কখনও আবার মহাজাগতিক বিষয় নিয়ে দেখা যেত তার পোস্ট। এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতেন তিনি।
শেষ যে ইনস্টাগ্রাম পোস্টটি ছিল তার, তাতেও যেন কোথাও সেই গভীর চিন্তার ছাপ ফেলেছেন তিনি। জীবনের দ্বন্দ্বের কথা উঠে এসেছে তাতে।
২০০২ সালে মাকে হারিয়েছিলেন সুশান্ত। সেই দুঃখ কিছুতেই ভুলতে পারেননি, শেষ পোস্টেও সেই মায়ের কথা বলেছেন অভিনেতা।

সুশান্ত শেষ ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন,
‘চোখের জলে আবছা হয়েছে অতীত, ভবিষ্যতের দিকে তাকিয়ে মুখে ফুটছে হাসি, আর জীবন যেন এই ভবিষ্যৎ ও অতীতের দোলাচলে কাটছে…মা’।
জানা যায়, হতাশার জন্য চিকিৎসা নিচ্ছিলেন অভিনেতা। মৃত্যুর পর সুশান্তের ফ্ল্যাটে গিয়ে সেই সব চিকিৎসার কাগজ উদ্ধার করে পুলিশ। এরপর তারা অনুমান করেন, হতাশায় আত্মহত্যা করেছেন অভিনেতা।
জিএ
বন্ধুরা আমরা প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন নতুন আপডেট নিউজ গুলি দিয়ে থাকি আপনার যদি নিত্য নতুন আপডেট নিউজ পেতে চান আমাদের এই ওয়েবসাইটের। তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটের লাল বেল বাটন বাটনটিতে ক্লিক করে রাখুন