শূন্য থেকে বলিউড কিং, শাহরুখ খানের ১০টি অজানা কালো অধ্যায় , যেভাবে বলিউডের সবার সেরা শাহরুখ খান
“রাস্তার বেঞ্চে ঘুমানো” শাহরুখ খানের ‘কিং খান’ হয়ে ওঠার এই গল্পটি আপনাকেও কাঁদাবে কথা দিলাম
অভিনয়ের মাধ্যমে শাহরুখ অভাবনীয় খ্যাতি লাভ করেন এবং ১৪ টি ফ্লিমফেয়ার আওয়ার্ড সহ অসংখ্য পুরুস্কার পান। হিন্দি চলচ্চিত্রে অভিনয় করার পর ২০০২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন এবং ফ্রান্স সরকার তাকে সর্বোচ্চ সিভিলিয়ান পুরুস্কার লিজিয়ান অফ হনারে ভূষিত করেন। বিভিন্ন মানবধর্মী কাজের জন্য স্কটল্যান্ডের অডিম্বার বিশ্ববিদ্যালয় থেকে অননারী ডক্টরেট উপাধী দেওয়া হয়।এই সুপারস্টারের জনপ্রিয়তা সম্পর্কে আপনাদের কারোরই অজানা নয়। কিভাবে শূন্য থেকে এতো বড় সুপার স্টার হলে সেই সম্পর্কেই আপনাদের জানাবো।
যেভাবে বলিউডের সবার সেরা শাহরুখ খান