হিজড়াদের জীবন ! যেভাবে হয় তাদের মিলন ! হিজড়াদের তথ্য । ashik360, #ashik360
হিজড়ারা বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করে জীবিকা নির্বাহ করে থাকে। কারণ তারা নিজেদের মঙ্গলময় মনে করে। যেহেতু তারা সমাজের অবহেলিত তাই তাদেরকে সকলেই নানাভাবে সাহায্য করে থাকে। কিন্তু জানেন কি শাস্ত্র মতে এমন কিছু জিনিস আছে যেগুলো হিজড়াদের কখনোই দিতে নেই।
শাস্ত্রে বলা হয় যে হিজড়াদের এই জিনিস গুলি দিলে আপনার জীবনে নেমে আস্তে পারে বিপর্যয়। আজ আমরা আপনাদের জানাব হিজড়াদের কি কি জিনিস দিতে নেই।
দিলেই হতে পারে সর্বনাশ এমনটাই জানাচ্ছে শাস্ত্র, সেই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুনএবং পরবর্তী আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন।
সুন্দরী হিজড়ার অসুন্দর জীবন! একদল হিজড়ার সাথে শাম্মীকে প্রথম যখন আমি দেখি, একেবারে থমকে যাই। ভাবতে থাকি, তিনি কি হিজড়া, নাকি স্বাভাবিক নারী। দৈহিক গঠন, বাহ্যিক চেহারা আর অভিব্যক্তিতে একজন পরিপূর্ণ অপরূপা সুন্দরী বলতে যা বোঝায়,
শাম্মী তা-ই! সন্দিহান মন নিয়ে যখন কথা বললাম, কণ্ঠ শুনে নিশ্চিত হলাম, সুন্দরী নারীর অবয়বে শাম্মী আসলে হিজড়া। এতো সুন্দর হিজড়া আগে কখনো দেখি নি,
তাই হয়তো এই ক্ষণিকের ভ্রান্তি। সুন্দর হওয়ায় তাকে সবাই আলাদাভাবেই দেখে। সারাক্ষণ তার মুখে হাসি লেগেই থাকে। কিন্তু এই হাসির আড়ালেই রয়েছে চাপা কষ্ট।