চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ।
আজ তৃতীয় দিনে খেলা শুরুর চার ওভারের মধ্যে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। সময়ের হিসেবে মাত্র ১৭ মিনিট। ২০৫ রানে অলআউট হওয়ায় প্রথম ইনিংসেই আফগানিস্তানের সঙ্গে বেশ পিছিয়ে পড়ল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু পায়নি আফগানিস্তান। শুরুতেই কাঁপিয়ে দিয়েছেন সাকিব আল হাসান।
আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে তৃতীয় বলেই ওপেনার ইহসানউল্লাহকে তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। পরের বলেই ফিরতি ক্যাচে ফিরিয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়া রহমত শাহকে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন এ স্পিনার। লাঞ্চ বিরতির আগে ৩ উইকেটে ৫৬ রান তুলেছে আফগানিস্তান। হাশমতউল্লাহকে ফিরিয়েছেন নাঈম হাসান। হাতে ৭ উইকেট রেখে এরই মধ্যে ১৯৩ রানের লিড নিয়েছে আফগানিস্তান।
কাল অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি গড়ে বেশ দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। আজ কোনো রান যোগ করার আগে জুটি ভেঙেছে তাঁদের। দিনের তৃতীয় বলে তাইজুলকে তুলে নেন মোহাম্মদ নবী। ৫৮ বলে ১৪ রান করে বোল্ড হন তাইজুল। অন্য প্রান্তে তখন ৪৪ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। কিন্তু ফিফটি তুলে নিতে পারেননি তিনি। ৭১তম ওভারে শেষ ব্যাটসম্যান নাঈম হাসানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রশিদ খান। ৪৮ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয়েছে মোসাদ্দেককে।
আফগানিস্তানের সেরা স্পিনার অধিনায়ক রশিদ। ১৯.৫ ওভারে ৫৫ রানে ৫ উইকেট নেন এ লেগি। ৫৬ রানে ৩ উইকেট নবীর। প্রথম ইনিংসে ৩৪২ রান তুলেছিল আফগানিস্তান। অর্থাৎ প্রথম ইনিংসেই ১৩৭ রানের ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ।