‘১৬’ বছরের কিশোরীর সাথে ‘৬৫’ বছরের বৃদ্ধের বিয়ে!
==============================
‘১৬’ বছরের এক কি’শোরীকে বিয়ে করেছেন ৬৫ বছরের এক বৃদ্ধ। হায়দরাবাদে মাত্র পাঁচ লাখ রুপির বিনিময়ে ‘৬৫’ বছর বয়সী ওমানের এক নাগরিকের সঙ্গে বিয়ে দেয়া হয়েছে ১৬ বছরের ওই কি’শোরীকে।
এনডিটিভি খবর অনুযায়ী, পু’লিশের কাছে দেয়া লিখিত অ’ভিযোগে ওই কি’শোরীর মা এমন দাবি করেছেন।
ওই মায়ের দাবি, তিন মাস আগে তার মে’য়ের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তার অনুমতি ছাড়াই মে’য়েকে ওমান নিয়ে যান ওই ব্যক্তি।
অ’ভিযোগে ওই নারী আরও বলেন, তার ভগ্নিপতি ও স্বামী অ’বৈধ এই বিয়ের আয়োজন’ করেন। বাল্যবি’বাহের ‘ফাঁদে পড়া’ কি’শোরীটির একটি ছবি পু’লিশের কাছে দিয়েছেন তার মা।
ওই ছবিতে দেখা যায়, উজ্জ্বল লাল পোশাক পরা কি’শোরীটি। তার বাম পাশে ৬৫ বছর’ বয়সী ওমানের সেই নাগরিক।
স্থানীয় এক কাজী একটি হোটেলে এই বিয়ে পড়ান বলে জানান ওই নারী। আর সেই বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই বৃদ্ধ লোকটি ওমানে চলে যান। এরপর তিনি ভিসা পাঠিয়ে ‘কি’শোরী স্ত্রী’কে ওমানে নিয়ে যান।
মায়ের অ’ভিযোগ, ফোনে কথা বলার সময় প্র’তিবারই ‘তার মে’য়ে কা’ন্নাকাটি করে। সে ভা’রতে ফিরে আসতে চায়।

বন্ধুরা আমরা প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন নতুন আপডেট নিউজ গুলি দিয়ে থাকি আপনার যদি নিত্য নতুন আপডেট নিউজ পেতে চান আমাদের এই ওয়েবসাইটের। তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটের লাল বেল বাটন বাটনটিতে ক্লিক করে রাখুন
BANGLA NEWS,
BD NEWS,
BD UPDATE NEWS,
BRAKING NEWS,
নিউজ আপডেট,
বাংলা নিউজ,
বিডি আপডেট নিউজ,
বিডি নিউজ,
ব্রেকিং নিউজ,