বুয়েট পড়ুয়া ছাত্র আবরার ফাহাদ, কি তার ভুল ছিল কি তার অপরাধ যে কারণে এভাবেই তাকে মাশুল দিতে হলো
বুয়েটের ছাত্রকে বুয়েটেই -?? | আবরার ফাহাদকে হলের ভিতরে –?? এ কেমন শিক্ষাঙ্গন??
ভারত বিরোধী পোস্ট দেয়ায় আবরার কে এভাবেই মাশুল দিতে হলো
বুয়েটের ছাত্র আবরার ফাহাদ — মা ফাহাদ ফাহাদ করে চি-ৎ-কার করছে – চোখের পানি ধরে রাখতে পারলাম না ,
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের দ্বিতীয়তলা থেকে আবরার ফাহাদ (২১) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
রোববার (৬ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে সাধারণ ছাত্র ও বুয়েট কর্তৃপক্ষ ফাহাদের মরদেহ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
বুয়েটের ডা. মাসুক এলাহী বাংলানিউজকে বলেন, অন্য ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে শেরে বাংলা হলের প্রথমতলা ও দ্বিতীয়তলার মাঝামাঝি জায়গায় ফাহাদের নিথর দেহ পড়ে থাকতে দেখি। তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখা গেছে।
ডা. মাসুক জানান, রাত্রিকালীন ডিউটিতে ছিলেন তিনি। খবর পেয়ে শেরে বাংলা হলে গিয়ে ফাহাদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে নিজে পরীক্ষা করে দেখেন, সে মারা গেছে। পরে, বুয়েট কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানানো হয়।